হ-য-ব-র-ল – বিশৃঙ্খলা
হাটে হাঁড়ি ভাঙা – গোপন কথা প্রকাশ
হাড়ে হাড়ে চেনা – মমান্তিকভাবে চেনা
হাতির পাঁচ পা দেখা – অহংকার বোধ করা/ দুঃসাহসী হওয়া
হাত দিয়ে হাতি ঠেলা – অসম্ভবকে সম্ভবপর করতে চেষ্টা করা
হরিষে বিষাদ – আনন্দে বিষাদ
হালে পানি পাওয়া – সুবিধা করা
হাড় হাভাতে – হতভাগ্য
হাত জুড়ানো – শাস্তি পাওয়া
হস্তীমূখ -বোকা
হাড়হদ্দ – নাড়ি নক্ষত্র
হাত ধুয়ে বসা – আশা ত্যাগ করা
হাড়ে বাতাস লাগা – শান্তি পাওয়া
হাতির খোরাক – যে বেশি পরিমাণে আহার করে
হাত-ভারি – কৃপন
হাতের পাঁচ – শেষ সম্বল
হাত টান – চুরির অভ্যাস
হাত কামড়ানো – আফসোস করা
হাত জোড়া থাকা – কমব্যস্ত থাকা
হরিহর আত্মা – অন্তরঙ্গ
Leave a Reply